স্মৃতিশক্তি
লাভলু: গতকাল আলাদিনের দৈত্য এসেছিল!
বাবলু: বলিস কী!
লাভলু: আমাকে বলল, তুমি কী চাও? ১ কোটি টাকা, নাকি অসাধারণ স্মৃতিশক্তি?
বাবলু: তুই কী চাইলি?
লাভলু: ঠিক মনে পড়ছে না!
জবাব
বিল্টুর মামা খুব অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন করেন। যাতে ভাগনে–ভাগনিরা আটকে যায়।
বিল্টুও মামাকে একহাত দেখে নেবে বলে ঠিক করল।
অনেক দিন পর মামা এসেছেন। খেয়েদেয়ে বসেছেন ছোটদের নিয়ে।
মামা জিজ্ঞেস করলেন, ‘সূর্য আর বইয়ের মধ্যে মিল কী, বল তো?’
বিল্টু বলল, ‘দুটোই খুব দরকারি। কিন্তু দুটোর দিকে তাকালেই চোখ বন্ধ হয়ে আসে।’

0 মন্তব্যসমূহ