ক্যানটিনের ছেলেটা নতুন ইংরেজি শিখছে। ইংরেজিতেই সব সময় কথা বলছে।
একদিন দুপুরবেলায় সে বলল, ‘এই নেন ডিনার।’
আমি বললাম, ‘আরে বোকা, দুপুরবেলার খাবারকে বলে লাঞ্চ। ডিনার বলে রাতের খাবারকে।’
ক্যানটিনের ছেলেটা বলল, ‘বোকা তো স্যার আপনে। এটা তো গতকাল রাতের খাবার।’
কোথায় কেটেছে
সাপে কাটা এক রোগীকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়েছে।
ডাক্তার জিজ্ঞেস করলেন, ‘কোথায় কেটেছে?’
রোগীর সঙ্গে আসা উদ্বিগ্ন এক স্বজন জবাব দিলেন, ‘আমি তো দেখি নাই।’
পাশের আরেক লোক বললেন, ‘আমি দেখছি, বড় পুকুরের ডাইন পাড়ে।’
তৃতীয় ব্যক্তি বললেন, ‘আরে না, আমি নিজের চোখে দেখছি, সাপ কাটছে বটতলায়

0 মন্তব্যসমূহ