চুরি
ছেলে স্কুলের এক ছাত্রের পেনসিল চুরি করে ধরা পড়েছে।
শুনে ঝন্টু মিয়া ভীষণ রেগে গেলেন।
ছেলেকে উত্তমমধ্যম দিতে দিতে বললেন, ‘বদমাশ, তোর কিসের অভাব, শুনি? এই তো কদিন আগে অফিস থেকে লুকিয়ে তোর জন্য এক ডজন কলম আর ছয়টা পেনসিল এনে দিলাম, তবু চুরি করতে তোর লজ্জা করে না?’
বুদ্ধি
বিল্টুদের ক্রিকেট দলের সঙ্গে পাতলুদের ক্রিকেট দলের ম্যাচ চলছে।
বিল্টু সবাইকে বুদ্ধি দিচ্ছে—
বিল্টু: এবার কিছুতেই পাতলুদের এক শর বেশি রান করতে দেব না।
পল্টু: কিন্তু কীভাবে?
বিল্টু: আমরাই এক শ রানের নিচে অলআউট হয়ে যাব।

0 মন্তব্যসমূহ