
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান তিন দিনের সরকারি সফরে ভারতে গেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, স্ত্রী ও দুজন সফরসঙ্গীসহ রোববার ঢাকা ত্যাগ করেন বিমানবাহিনীর প্রধান। ভারত সফরের শুরুতে অমর জোয়ান জয়তি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে আত্মত্যাগকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি। সফরকালে তিনি ভারতীয় বিমানবাহিনী সদর দপ্তরে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান সফরকালে ভারতের চিফ অব স্টাফ কমিটির সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল এ এম নারাভান এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি চণ্ডীগড় ও মুম্বাইয়ে অবস্থিত বিভিন্ন সামরিক শিল্পকারখানা ও স্থাপনা পরিদর্শন করবেন।
বিমানবাহিনীর প্রধানের এই সফরের মাধ্যমে দুই দেশের বিমানবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

0 মন্তব্যসমূহ