
রাজধানীর বিমানবন্দর সড়কে নির্মাণাধীন রমিজউদ্দিন আন্ডারপাস পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এবং কলেজসংলগ্ন আন্ডারপাসটি পরিদর্শন করেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান আন্ডারপাসটি ঘুরে দেখেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং সড়ক ও মহাসড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী উপস্থিত ছিলেন।
নির্মাণাধীন আন্ডারপাস এলাকায় ২০১৮ সালের ২৯ জুলাই এক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী প্রাণ হারান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে সেনাবাহিনীকে আন্ডারপাসটি নির্মাণের দায়িত্ব দেন। শিগগিরই আন্ডারপাসটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

0 মন্তব্যসমূহ